1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

জগন্নাথপুরে এইচএসসিতে ফল বিপর্যয়পাশের হার কমেছে ৫২.১৬

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার এইচএসসি পরীক্ষায় বিপর্যয় হয়েছে।

এবছর জগন্নাথপুরের ১১টি কলেজ থেকে ১৪৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫৬৫ জন। জিপিএ-৫ নেই একটিও। পাশের হার ৩৮.১৫। গত বছর পাশের হার ছিল ৯০.৩১। পাশের হার কমেছে ৫২.১৬ শতাংশ। জিপিএ-৫ ছিল ২৫টি।
তবে মাদরাসা পর্যায়ে ভালো ফলাফল করেছে।

এবার ৭টি মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৯৪ জন কৃতকার্য হয়েছে। ফেল করেছে ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে দুইজন। পাশের হার ৮২ শতাংশ। গতবছর পাশের হার ছিল ৯৫.৮৯ এবার পাশের হার কমেছে ১৩.৮৯। জিপিএ-৫ এসেছিল ৬টি।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, অন্যবছরের তুলনায় এবার ফলাফল তেমন ভালো হয়নি। আশা করছি, আগামি ভালো ফলাফল হবে। তবে মাদরাসা পর্যায়ে ফল ভালো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com