স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় আজ (২৬ জুন) থেকে সুনামগঞ্জের জগন্নাথপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, এবার এ উপজেলায় ১০টি কলেজ থেকে ২টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে ১৩৯৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এরধ্যে ছাত্র সংখ্যা ৪২৯ ও ছাত্রী ৯৬৭ জন। অনুপস্থিত ছিল ১৬ জন। এরমধ্যে ১৫জনই ছাত্রী।
অপর দিকে ৭টি মাদরাসা প্রতিষ্ঠান থেকে একটি পরীক্ষা কেন্দ্রী মোট ২৩৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ১২৩ ও ছাত্রী ১১৬ জন। অনুপস্থিত ৮ জন। ছাত্র ২ জন এবং ছাত্রী ৮জন।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডিক সুপারভাইজার অরূপ রায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মোট শিক্ষার্থী অনুপস্থিত ছিল ২৪ জন।