Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে এইচএসসি সমমানের পরীক্ষায় অনুপস্থিত ১৯ জন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। সোমবার উপজেলা সদরের তিনটি পরীক্ষা কেন্দ্রে ১৩৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষার প্রথমদিনেই ১৯জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কি কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল তা কেউ নিশ্চিত করতে পারেনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা সদরের জগন্নাথপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। শাহজালাল মহাবিদ্যালয় কেন্দ্রে ১৮৬জন অংশ নেয়। ইকড়ছই সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আলীম সমমানের পরীক্ষায় ২৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিল। তারমধ্যে গতকাল সোমবার জগন্নাথপুর ডিগ্রী কলেজ কেন্দ্রে ১৩ জন ও ইকড়ছই মাদ্রাসা কেন্দ্রে ৬জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে ১৯জন অনুপস্থিত থাকার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কি কারণে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে বলা হয়েছে।

Exit mobile version