Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা। মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল। মায়ের ভাষা রক্ষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সব সাহসী সন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়েসী মানুষ দাঁড়িয়েছিলেন নগ্নপায়ে ফুল হাতে। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদী ঢেকে যায় ফুলে ফুলে। সুশৃঙ্খলভাবে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর একে একে শুরু হয় সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন। তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, জাতীয়পার্টি সন্মেলন প্রস্তুুতি কমিটি, জগন্নাথপুর প্রেসক্লাব, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম,নন গেজেটেড ক্লাব, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ভূমি বিশ্বজিত কুমার পালসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হকসহ পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। জগন্নাথপুর পৌরসভার পক্ষে পৌর মেয়র আব্দুল মনাফ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলর দেলোয়ার হোসাঈনসহ পৌরপরিষদের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জগন্নাথপুর থানার ওসি মুরসালিন ও ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে থানার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সহ-সভাপতি সিরাজুল হক,প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদ,আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতসহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয়পাটির পক্ষে সন্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাউন্সিলর খলিলুর রহমান,যুগ্ন আহ্বায়ক আবু সুফিয়ান ঝুনু, সদস্য সচিব জহিরুল ইসলাম লাল মিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের পক্ষে সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, কলকলিয়া ইউনিয়ণ প্রতিনিধি সুহেল হাসান, পাটলী ইউনিয়ন প্রতিনিধি এস এম আকবর আলী,কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লায়েক আহমদ শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের আহ্বানে শহীদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Exit mobile version