1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে এবতেদায়ী ও মাধ্যমিকের শিক্ষার্থীরা পায় নি নতুন বই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

জগন্নাথপুরে এবতেদায়ী ও মাধ্যমিকের শিক্ষার্থীরা পায় নি নতুন বই

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে নতুন বছরের প্রথম দিনে বুধবার নতুন বই পেয়েছে প্রাথমিকের ২০ হাজার ৬০০শ’ ক্ষুদে শিক্ষার্থীরা। তবে মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীরা নতুন বই পায় নি।
জানা যায়, এবার জগন্নাথপুর উপজেলায় ১৫৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪০টি কিন্ডারগার্ডেন স্কুলে প্রাক প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন বছর বছরের প্রথম দিনে বই বিতরণ করা হয়েছে। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই না পাওয়ায় এসব শ্রেণির শিক্ষার্থীরা বই দেওয়া যায় নি। অপরদিকে উপজেলার ৩৫টি মাধ্যমিক স্কুল ও ১৮টি মাদ্রসা প্রতিষ্ঠানের এবতেদায়ী বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায় নি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অরূপ রায় বলেন, মাধ্যমিক পযার্য়ের নতুন বই আজকে (গতকাল) আমরা পেয়েছি। মাদরাসা বই পাওয়া যায় নি। আশা করছি, সপ্তাহের মধ্যে সব বই পাওয়া যাবে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, প্রাথমিক পযার্য়ে ১৯৮টি স্কুলের ২০ হাজার ৬০০শ’ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। চর্তুথ ও পঞ্চম শ্রেণির বই পাওয়া যায়নি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com