স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় পাশের হার কমেছে। জিপিএ-৫ ও কমেছে।
আজ শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর এসএসসিতে পাশের হার ৮১.১৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৩. ১৬ শতাংশ। যা এবার এ বছরে দুই শতাংশ পাশের হার কমেছে॥ এছাড়া গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭১ জন। এবছর এসেছে ৫৪টি। জিপিএ-৫ কমেছে ১৭ জন।
এদিকে দাখিল পরীক্ষায় এবছর জগন্নাথপুরে পাশের হার ৬৮.০২ শতাংশ। গত বছর পাশের হার
ছিল ৮৪ ০১ শতাংশ। প্রায় ১৭ শতাংশ হার কমেছে এবার।
এবার কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। তবে গেল বছল ৬টি জিপিএ-৫ এসেছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৩১৭ জন জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১৮৯৪ জন॥ অকৃতকার্য হয়েছে ৪২৩ জন শিক্ষার্থী।
অপরদিকে ১৮টি মাদ্রাসা থেকে ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয় ৫৩৫ জন। অকৃতকার্য হয়েছে ২৬৭ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান, গত বছরের তুলনায় এবার পাশের হার কমেছে। তবে আগামীতে আরো ভালো ফলাফলের প্রত্যাশা করেন এ কর্মকর্তা ।