স্টাফ রিপোর্টার::
সারাদেশে মতো গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।
পরীক্ষায় প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়. এবারের মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষায় ৫টি কেন্দ্রে মোট ১৮৪০জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র ৬৮১ ও ছাত্রী ১১৫৯ জন। প্রথমদিনে অনুপস্থিত ছিল মোট ১৮ জন। এরমধ্যে ছাত্র ২ জন ও ছাত্রী ১৬ জন।
মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে
মোট ৭৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুপস্থিত ৫ জন । এরমধ্যে ছাত্র ১ জন ও ছাত্রী ৪জন। এছাড়া কারিগরি শিক্ষায় ২টি কেন্দ্র মোট ১০১ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এরমধ্যে ছাত্র ৫৯ জন ও ছাত্রী ৪২ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৭ জন
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট পরীক্ষার সংখ্যা ২৬৭১ জন। এরমধ্যে প্রথমদিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।