স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এস আলম ফুটবল একাডেমির প্রথম বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ এক পার্টি সেন্টারে এস আলম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ফ্রান্স প্রবাসী সাইফুল আলমের অর্থায়নে, “মাদক থেকে বিরত থাকি, সুস্থ সুশীল সমাজ গড়ি”— এ স্লোগানে বর্ষপূর্তি ও জার্সি উন্মোচন করা হয়।
ক্রীড়া অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী আখলাকুর রহমান সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক জুয়েল হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক সুজাদ আরিফ। অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হক, জগন্নাথপুর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজল হোসেন ফজর আলী, ক্রীড়াবিদ ও সমাজসেবক তকবুর মিয়া, জহিরুল ইসলাম লাল, ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূঁইয়া, একাডেমির প্রতিষ্ঠাতার বড় ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
এ সময় স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন। পরে একাডেমির বছরপূর্তিতে নতুন জার্সি উন্মোচন করা হয়।