Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে স্ত্রীকে মারধর, গ্রেফতার ১

আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুরে কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে যৌতুকের অভিযোগ এনে স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও নির্যাতিতা গৃহবধূর মামলার এজাহার সূত্র জানায়,জগন্নাথপুর পৌর এলাকার ইকড়ছই গ্রামের এস এম নূর হোসেনের মেয়ে সুমি বেগমকে পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের কমলা মিয়ার ছেলে রাজ্জাক মিয়ার সাথে পারিবারিক ও ধর্মীয় শরিয়া মতে বিয়ে দেয়া হয় ২০১২ সালে। বর্তমানে শাম্মি নামে তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কন্যা সন্তান জন্ম নেয়ার পর থেকে স্বামী রাজ্জাক মিয়া ও তার পরিবারের লোকজন সুমি বেগমের ওপর নির্যাতন শুরু করেন। যৌতুকের জন্য বিভিন্ন সময় চাপ দেয়। একবার পিত্রালয় থেকে দুই লাখ টাকা যৌতুক দিয়েছেন। সম্প্রতি আবারও টাকার জন্য চাপ দিলে তিনি এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে ৯ জুলাই পরিবারের লোকজন মিলে সুমি বেগমকে বেধম প্রহার করেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হয়ে পিত্রালয়ে যোগাযোগ করেন। এঘটনায় সুমি বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনে ২০০৩(১১) গ ধারায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতে জগন্নাথপুর থানার এস.আই রফিকুল ইসলামের নের্তৃত্বে অভিযান চালিয়ে পুলিশ মামলার এজাহারভূক্ত আসামী রিপন মিয়াকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এস.আই রফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্বামীসহ অপরাপর আসামী ধরতে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত আছে।

Exit mobile version