Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার- সুনামগঞ্জের শান্তি শৃঙ্খলা নিশ্চিতে কাজ করতে চাই

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম বলেছেন, সুনামগঞ্জ হচ্ছে একটি শান্তির শহর। এই শহরের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিতে আমরা কাজ করতে চাই। তিনি বলেন,পুলিশ এখন জনবান্ধন হয়ে কাজ করছে। জনগনের কাছাকাছি গিয়ে সমাজ থেকে অপরাধ নির্মূলে আমরা কাজ করতে চাই।এতে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি বলেন,জনগনের করের টাকায় আমরা বেতন পাই। ঘুষ না খাওয়া আমাদের কোন কৃতিত্ব নয়। সততার সহিত দায়িত্ব পালন করাই হচ্ছে আমাদের কাজ। তিনি পিছিয়ে থাকা সুবিধা বঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিতে আরো আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান। জগন্নাথপুরের আইনশৃঙ্খলার উন্নয়নে জনগনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতি দেন।  রোবাবার   জগন্নাথপুর থানা পুলিশের উদ্যাগে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব‌্য তিনি উপরোক্ত কথা বলেন।  থানা ভবন চত্বরে অনুষ্ঠিত সভায় শুরুতে স্বাগত বক্তব্য
দেন সভার সভাপতি জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানার এস,আই কবির উদ্দিন ও আতিকুর রহমানের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল মাহবুবুল হাসান চৌধুরী, জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাস,জগন্নাথপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,  জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক,সৈয়দপর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, প্রবাসী কমিউনিটি নেতা আকমল খান,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাক্তার আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া,সৈয়দপুর আর্দশ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আমির হামজা,, শিক্ষক সাইফুল ইসলাম রিপন,

 

 

 

আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান,ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার কাউন্সিলর তাজিবুর রহমান আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম বকুল সৈয়দ মনোয়ার আলী,নুরুল হক,জাতীয় পার্টি নেতা আব্দুল মনাফ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ স্বাগত বক্তব্যে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,জগন্নাথপুরে যোগদান করেছি চার মাস হয়েছে। এই দায়িত্বকালীন সময়ে দায়িত্বশীলতার সহিত এ থানার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। মাদক নিমূলসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন রয়েছে। জনগনের সহযোগীতা নিয়ে এ থানার আইনশৃঙ্খলা ও জনগনের জানমালের নিরাপত্তা রক্তায় আমরা কাজ করতে চাই। তিনি বলেন, মাদক ও আসামি গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ ইতিমধ‌্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরস্কার পেয়েছি। সবকিছু জগন্নাথপুরের মানুষের কৃতিত্ব বলে তিনি দাবি করেন। সভায় দাড়াখাই সেতু এলাকায়  টহল জোরদার মাদকের বিরুদ্ধে অভিযান অব‌্যাহত ও সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে ফেইক আইডি ব‌্যবহার করার বিষয়ে পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

Exit mobile version