Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের, অভিযুক্ত ধর্ষক পলাতক

স্টাফ রিপোর্টার: :: জগন্নাথপুরে ধর্ষনের শিকার কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত ধর্ষক ও সালিশী ব্যক্তিসহ ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
মামলার বিবরনী থেকে জানা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের কৃষক আকলুছ মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রুমেনা বেগম কে ২৫ জুলাই তারই খালাত্ব ভাই একই ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে সিএনজি চালক ইউনুছ মিয়া ও তার বন্ধু আবদাল মিয়ার ছেলে শাহেদ মিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর-পাটলী সড়কের কেশবপুর উত্তরপাড়া জামে মসজিদের সামন থেকে বাড়িতে পৌছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে সিএনজির পর্দা লাগিয়ে কলেজছাত্রীর মুখে চাপে ধরে জোরপূর্বক অজ্ঞাত নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষন। পরে বাড়ির রাস্তায় মেয়েটি কে নামিয়ে দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে তারা চলে যায়। ধর্ষনের বিষয়টি কলেজছাত্রী তার পরিবারের লোকজনকে জানালে ওই রাতে মেয়েটির পরিবার’র পক্ষ থেকে ইউনুছ মিয়ার পরিবারকে অবহিত করে বিচার প্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছের বাবা, ভাইসহ পরিবারের অন্যরা তাদেরকে মারধর করার জন্য এগিয়ে আসে। এ সময় ওই গ্রামের আরিফ উল্লা বিষয়টি সালিশের মাধ্যমে বিচার করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার ৬ দিন অতিবাহিত হলেও আরিফ উল্লার সঙ্গে যোগাযোগ করে মেয়েটির পরিবারের লোকজন কোন প্রতিফল পাননি। এ ঘটনার পর থেকে লজ্জা আর ঘৃনায় কলেজ যাওয়া বন্ধ করে দেয় মেয়েটি। গত ৩১ জুলাই (সোমবার) ভোরে মেয়েটি বিষপান করলে প্রথম তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মেয়েটির মৃত্যু হয়।

এদিকে ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাত ৮টার দিকে কলেজছাত্রীর মরদেহ গ্রামের বাড়ি নিয়ে এলে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের বুক ফাটা আর্তনাদে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণ ঘটে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ধর্ষনের শিকার কলেজ ছাত্রীর বড় ভাই জুনেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্ষনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ধর্ষকসহ ৬ জন কে আসামীকে করে মামলা হয়েছে। পুলিশ অভিযানে নেমেছে।

Exit mobile version