স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ঘরের কাজে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে এই ঘটনা ঘটে।
শফা বেগম ওই গ্রামের আব্দুল লতিফুরের স্ত্রী।
পুলিশ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে ঘরের কাজে কাঠমিস্ত্রিকে সাহায্য করতে গিয়ে অসাবধানতা বশত: ওই গৃহবধূ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পরিবারের কারও কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া শুক্রবার মরদেহ দাফন করা হয়েছে।