Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ১১ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

স্টাফ রিপোর্টার :: কালবৈশাখী ঝড়ের তান্ডবে জগন্নাথপুরের বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়ে। এছাড়াও পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে কাচাঁ ঘরবাড়ি, গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়ায কাল বৈখাশী ঝড়ে এমন ক্ষয়ক্ষতি সাধিত হয়।

কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের উপর পড়ে। ফলে একাধিক স্থানে লাইন ছিড়ে যায়। তাছাড়া বিভিন্ন স্থানে খুটি হেলে ঝুলে পড়ে বিদ্যুৎ লাইন।

জগন্নাথপুরের ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের ৮/৭টি খুঁটি হেলে পড়ে। এসব হেলে পড়া বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে কয়েকটি বিশাল গাছ পড়ে গেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ । টানা ১১ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার পর রোববার বিকেল সাড়ে পাচঁটার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

এ ব্যাপারে জগন্নাথপুরের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকমকে জানান,
কালবৈশাখী ঝড়ের কারণে জগন্নাথপুরে মারাত্মকভাবে বিদ্যুতব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যুৎ বিভাগের লোকজন দ্রুত বিদ্যুৎ লাইনগুলো মেরামত করার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

Exit mobile version