Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধব

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হ য়েছে।

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামবাসী ও সামাজিক সংগঠন বালিশী ফাইভ স্টার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার বিকেল ৫টায় নদীর পাড় এলাকায় মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি জুনেদ আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুমন হোসেনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গ্রামের মুরুব্বি আলতাউর রহমান, সুন্দর আলী, কমর উদ্দিন, আলকাছ মিয়া, এলাইছ মিয়া, আহাদ মিয়া, মো. চাঁন মিয়া, সমাজকর্মী আশরাফুল ইসলাম, হাফিজুর রহমান মন্তশির, ইমামুল হাসান, মুজাম্মিল হক প্রমুখ।

স্থানীয়রা জানান, গ্রাম দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর ভাঙনে বালিশ্রী গ্রামটি এখন হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে নদীটির কড়ালগ্রাসে অসংখ্যা বাড়িঘর, রাস্তা ঘাট, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ করা না হলেও গ্রামটি তলিয়ে যাবে নদীরগর্ভে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার রানীগঞ্জ ইউনিয়নের পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ভাঙনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলেও বালিশ্রী গ্রামটি হারিয়ে যাবে মাত্রচিত্র থেকে।

Exit mobile version