স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি ও বাফুফে অনুমোদিত কোচ জগন্নাথপুর উপজেলা দলের সাবেক তারকা ফুটবলার শাপলা মিয়াকে যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে ইকড়ছই হারুনুর রশিদ (হিরণ মিয়া) স্টেডিয়ামে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান আদিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামিনুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সালাউদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর সুহেল আহমদ, বাফুফে কোচ রুহুল আমিন রাহুল, অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহসভাপতি শাপলা মিয়া, উপদেষ্টা শায়েক আহমদ, সাবেক কৃতি ফুটবলার ইতালি প্রবাসী সাবুল আহমদ, জগন্নাথপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি দিলোয়ার হোসেন, অ্যাডভোকেট জাবের আহমদ, ফেয়ার ফেইসের সভাপতি সাইফুর রহমান মিনহাজ, উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক এম শামিম আহমদ, সহসম্পাদক মুজাক্কির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ওলিউর রহমান, যুগ্ম সম্পাদক জুয়েল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ, নজির আহমদ, দপ্তর সম্পাদক শামিম আহমদ, অর্থ সম্পাদক শুভন আহমদ ভূইঁয়া, রাহুল আহমদ, সাবেক ফুটবলার বদরুল হক লিটন, রফু মিয়া, জিল্লুর রহমান প্রমুখ।