Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে কোরবানির হাট ক্রেতাশুণ্য

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদর বাজারে আজ বুধবার কোরবানির প্রথম হাট বসে। হাটে ক্রেতাশুন্যই দেখা গেছে। হাটে বেশি কৃষকদের গোয়াল ঘরের গরু ছিল। দুপুরে সরেজমিনে দেখা যায়, পৌরশহরের হেলিপ্যান্ড প্রাঙ্গণে আসন্ন কোরবানি ঈদের প্রথম পশুর হাট বসে। হাটে দেশি গরুই ছিল। এসব গরু জগন্নাথপুরের হাওরঞ্চলসহ উপজেলা বিভিন্ন কৃষক তাদের নিজ গোয়ালঘর থেকে হাটে নিয়ে এসেছে। হাটটি প্রায় ক্রেতাশুন্য ছিল। নলুয়ার হাওর ব্যাষ্টিত উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, কৃষির ওপরই আমরা নির্ভরশীল। সম্প্রতি বন্যায় ঘরবাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। আর্থিকভাবে সমস্যা দেখা দিয়েছে। তাই ঘরের দুইটি গরু হাটে বিক্রির জন্য নিয়ে এসেছি। আরেক কৃষক হবিবনগর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, বন্যার পানি এখনও বসতঘরে হাটু পানি রয়েছে। এরমধ্যে গরু রাখার ঘরেও পানি। বাধ্য হয়েই কোরবানির হাটে বিক্রির জন্য তিনটি গরু নিয়ে এসেছি। হাটে ক্রেতা নিতান্তই কম। একটি গরুও বিক্রি হয়নি। কোরবানির হাটের ইজারাদার আনিছ আলী বলেন, এখনও কোরবানি ঈদের ১২ থেকে ১৩দিন বাকি রয়েছে। আজকের (গতকাল) হাটে শুরু স্থানীয়রা গরু ব্যবসায়ীরা এসেছে। ক্রেতা তুলনামুলক কম ছিল। তবে ঈদের শেষের দিকে জমজমাট হয়ে উঠে পশুরহাট।

Exit mobile version