Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে খুলে দেওয়া হচ্ছে ফসলরক্ষা স্লুইচ গেটগুলো

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে নলুয়া হাওরের ফসলরক্ষায় নির্মিত স্লুইচ গেট খুলে দেওয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে একসভা এক সিন্ধান্ত হয়। জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, হাওরের ধান কাটার কাজ শেষ। কিছু সংখ্যক কৃষক কাটা ফসল নিয়ে হাওরে বিপাকে পড়েছেন। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে হাওরের অধিকাংশ যাতায়াত সড়কে পানি উঠে গেছে। ফলে ফসল উঠিয়ে আনতে পরিবহনের মারাত্মক সমস্যা দেখা গিয়েছে। তাই হাওরে বন্ধ থাকা স্লুইচ গেটগুলো খোলে দেওয়া হলে নৌকা যোগে কৃষকরা ওই সব ফসল তোলে আনতে পারবেন। এছাড়া বেড়িবাঁধগুলোর ঝুঁকি কম থাকবে।
নলুয়া হাওর বেষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নলুয়া হাওরের ধান কাটা শেষ। অব্যাহত ভারি বর্ষনে হাওরের যাতায়াতের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। এ কারনে কাটা ধানগুলো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। স্লুুইচগেটগুলো খুলে দেওয়া হলে নৌকা দিয়ে সহজে ধানগুলো তোলে আনা যাবে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও জগন্নাথপুর উপজেলার আঞ্চলিক কার্যালয়ের প্রধান কর্মকর্তা মোহাম্মদ নাসীর আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সব’কটি হাওরের ফসল কাটা শেষ হয়ে গেছে। হাওরে সামান্য সংখ্যক কৃষকের কর্তৃন করা ধান পড়ে আছে। আমরা এরমধ্যে ব্যাপক প্রচারনা চালিয়েছি, হাওর থেকে ধান তোলে নিতে নেওয়ার জন্য। আজ (শুক্রবার) স্লুইচগেটগুলো খুলে দেওয়া হবে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার নলুয়া হাওরসহ উপজেলার ছোট বড় ৯টি হাওরে ২১ হাজার ৫শত হেক্টও বোরো ফসলের আবাদ করা হয়েছে। এরই মধ্যেই সব হাওরের ফসল কর্তৃন সম্পন্ন হয়েছে। গোলায় উঠেছে প্রায় ৯০ শতাংক কৃষকের ধান। গত কয়েকদিনের বৃষ্টির কারনে কিছু কৃষকের ধান গোলায় তোলতে ব্যাহত হচ্ছে।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সকল জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিত্বে স্লুইট গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রসঙ্গত, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক জগন্নাথপুর উপজেলার সর্ববৃহৎ নলুয়া হাওরে ফসলরক্ষায় ৪টি স্লুইচ গেট নির্মান করা হয়েছে। হাওরের ফসলরক্ষায় এসব স্লুইচগেট নির্মিত হয়।

Exit mobile version