স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে লুপা রানী দাস (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে ওই গৃহবধূর বাবার দাবি তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ কলকলিয়া পূর্বপাড়া গ্রামের সৌরভ দাসের স্ত্রী। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় বছর আগে কলকলিয়া পূর্বপাড়া গ্রামের সুশান্ত দাসের মেয়ে লুপা রানী দাসকে বিয়ে করেন একই গ্রামের সৌরভ দাস। দাম্পত্যজীবনে তাঁদের ৫ মাসের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার সকালে ওই গৃহবধূ বসত ঘরের তীরের সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে এমন সংবাদ পায় পুলিশ। পরে পুলিশ স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূর বাবা সুশান্ত দাস বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়ের স্বামীসহ তার পরিবারের লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। আমার মেয়ে ওই পরিবারে সুখী ছিল না। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি বিচার পেতে মামলা করব।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে থানা নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।