1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় হত্যা মামলা, স্বামী কারাগারে

  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) ওই গৃহবধূর বাবা সুশান্ত দাস বাদি হয়ে মেয়ের জামাইকে প্রধান আসামী করে ৩জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে, মামলা দায়ের পর আটককৃতকে গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত হলেন, উপজলোর কলকলিয়া গ্রামের গনিন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৬)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ঘটনার পর ওই গৃহবধূর স্বামী সৌরভকে আটক করা হয়। মামলা দায়ের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযানে চলছে। মামলা সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে কলকলিয়া পূর্বপাড়া গ্রামের সুশান্ত দাসের মেয়ে লুপা রানী দাসকে পারিবারিকভাবে বিয়ে করেন একই গ্রামের সৌরভ দাস। দাম্পত্যজীবনে তাঁদের ৫ মাসের এক শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ওই গৃহবধূকে তার স্বামীসহ পরিবারের লোকজন প্রায়ই মারধর করত। গত বহস্পতিবারও তাকে মারধর করা হয়। পরদিন শুক্রবার সকালে পুলিশ স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এসময় ওই গৃহবধূর দেহ রক্তমাখা অবস্থায় ছিল। পরে পুলিশ স্বামীকে আটক করে।

মামলার বাদি ওই গৃহবধূর বাবা সুশান্ত দাস বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com