Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাট চলছে

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন্টার পর ঘন্টা চলছে বিদ্যুতের ভেলকিবাজি। শুক্রবার রাত থেকে শনিবার বিকাল ৫ টা পর্যন্ত বিদ্যুতের আসা যাওয়ার পালায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলাবাসী।

উপজেলাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। ঝড় শুরু হওয়ার প্রাককালে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় জগন্নাথপুরের। টানা ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর রাত বারোটার দিকে বিদ্যুৎ সংযোগ চালু হয়। এর পর কিছুক্ষন বিদ্যুৎ থাকলেও ফের রাত দেড়টার দিকে আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
পৌরশহরের বাসিন্দা ব্যবসায়ী মুজিবুর রহমান মুজিব জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, একটু ঝড় বৃষ্টি এলেই আমাদের জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ থাকে না। শুক্রবার রাত থেকে আজ শনিবার পর্যন্ত ১৫/২০ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন, জন সাধারনের কষ্টের কথা বিবেচনা করে বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী শ্যামল চন্দ সরকার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান. কাল বৈশাখী ঝড়ে জগন্নাথপুরের বিদ্যুতের মুল ৩৩ হাজার কেভি লাইনে ক্রটি দেখা দেযায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। আমরা সার্বক্ষনিক বিদ্যুৎ সচল রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Exit mobile version