Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চারশতাধিক দরিদ্র নারী-পুরুষের মধ্যে বিনা মূল্যে চোখের চিকিৎসা প্রদান

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জরে জগন্নাথপুর উপজলোর কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সাফওয়ান রুকন ফাউন্ডশেনের উদ্যোগে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠতি হয়। ফাউন্ডশেনের প্রতিষ্ঠাতা ছুরাব আলী ও নুরুন্নাহার বেগমের আর্থিক সহযোগীতায় চারশত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও ৩০ জন ছানি রোগী সনাক্ত করে তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা ও শতাধিক রোগীকে ঔষধ ও চশমা প্রদান করা হয়। ভার্ড সুনামগঞ্জ হাসপাতালের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০জন চিকিৎসক চিকিৎসার মাধ্যমে সেবা প্রদান,রোগ নির্ণয় ও ঔষধ প্রদান করেন।
সংগঠনের বাংলাদেশের দায়িত্বে থাকা আলাল হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজ করা হচ্চে। প্রথমবারের মতো ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। তিনি বলেন, চারশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৩০জন রোগী ছানি অপারেশন ও শতাধিক রোগীকে ঔষধ ও চশমা প্রদানের ব্যয়ভার ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয়।

Exit mobile version