Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৯ সুনামগঞ্জ দলের  যৌথ অভিযানে ভোক্তা অধিকার আইনে

চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয় সেগুলো হচ্ছে রিচমুন কনফেকশনারি ৮০ হাজার, শাহজালাল ফার্মেসী ১০ হাজার, শাহ পরান ফার্মেসী ৬ হাজার ও তানজিব ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে রিচমন কনফেকশনারি প্রতিষ্ঠানে অপরিচ্ছিন্ন পরিবেশে খাদ্য পণ্য তৈরী করার কারণে এবং মেয়ার্দোত্তীণ ঔষধ ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অভিযোগ এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্বদানকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মোঃ ফয়েজ উল্ল্যাহ। এসময় র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সুনামগঞ্জ দলের লে: কর্নেল ফয়সল আহমদসহ র‌্যারের একটি দল উপস্থিত ছিলেন।

Exit mobile version