Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চুরি গেল দুই গরু:কোরবানি দেওয়া হলো না জুবায়ের আহমদের

কোরবানির জন্য ঈদের আগের দিন হাট থেকে দুইটি গরু কিনে আনলেন জুয়াবের আহমদ নামে এক ব্যক্তি। এরইমধ্যে কোরবানির সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। রাত পোহালেই কোরবানি দেয়া  হবে দুটি গরু। সকালে ঘুম থেকে উঠে দেখলেন দুটি গরু নেই। চমকে উঠলেন জুবায়ের। আশাপাশ এলাকায় অনেক খোঁজাখুজি করেও মিলেনি দুটি গরু। বুঝতে পারলেন চুরি হয়ে গেছে দুটি গরু। কোরবানি আর দেয়া হলো না জুবায়ের আহমদের।

ঘটনাটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের যুগলনগর গ্রামে ঈদের দিন ভোররাতে  ঘটেছে।

জুয়াবের আহমদ বলেন, কোরবানি দেওয়ার জন্য গত রবিবার (১১ আগষ্ট) ঈদের আগের দিন জগন্নাথপুর পৌরশহরের পশুর হাট থেকে ৯৫ হাজার টাকা দিয়ে দুইটি গরু কিনে বাড়ীতে নিয়ে আসি। রাতে দুইটি গরু ঘরে রেখে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ি। সোমবার ভোরে ঘুম থেকে  উঠে দেখি গরু দুইটি নেই। অনেক খোঁজাখুঁজি  করেও পায়নি। বুঝতে পারলাম চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে গেলে। গরু চুরি হয়ে যাওয়ায় এবার আর কোরবানি দিতে পারেননি বলে তিন জানিয়েছেন।

Exit mobile version