Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নম্বরবিহীন একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক চোরকে গ্রেফতার করেছে। রোরবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে পৌরশহরের হবিবপুর (শাহপুর) এলাকায় জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত লস্কর মিয়ার ছেলে চুনু মিয়া (২৬)কে গ্রেফতার করে। এ সময় পুলিশ তার বাড়ী থেকে চোরাইকৃত একটি নম্বববিহীন ডিসকভারী মোটরসাইকেল উদ্ধার করেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম বলেন, মোটরসাইকেল চুরির দায়ে গ্রেফকারকৃতকে চোরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে জগন্নাথপুরে অস্বাভাবিকভাবে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত বৃস্পতিবার জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইল পত্রিকা জগন্নাথপুরে টুয়েন্টিফোর ডটকমে ‘ জগন্নাথপুরে আবারও একসঙ্গে দুটি মোটরসাইকেল চুরি’ এবং জগন্নাথপুরে থামছে না মোটরসাইকেল চুরি’ শিরোনামে দুইটি সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের।  এরপর থেকে জগন্নাথপুরের বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়।

 

Exit mobile version