Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জনতার হাতে আটক নৌকা বোঝাইকৃত দুইশত বস্তা চালের তদন্ত এখনো চলছে

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকা বোঝাইকৃত দুই বস্তা চাল আটক করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারস্থ কুশিয়ারা নদী ঘাটে একটি ইঞ্জিল চালিত নৌকায় বোঝাইকৃত চালের বস্তায় সরকারী খাদ্য গুদানের সিল মোহর লেখা দেখে এলাকাবাসী আটক করে উপজেলা প্রশাসন অবহিত করলে জগন্নাথপুরের ইউএনও’র নির্দেশে এসিল্যান্ড শামিম আল ইমরানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে চালগুলো বাচাই বাছাই করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। পুলিশ চালগুলো স্থানী ইউপি সদস্য ইছহাক মিয়ার জিম্মিয় রেখেছে।

জগন্নাথপুর থানার এস আই গোলাম মোস্তাফা জানান, আটক হওয়ার নৌকার শ্রমিকরা জানিয়েছে চালগুলো মালিক আজমিরিগঞ্জের মারকুলীর এবায়দুল চৌধুরী। তারা বিক্রির জন্য চালগুলো সিলেটে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে রানীগঞ্জ বাজারের ঘাটে সরকারি চাল সন্দেহে আটক করেছেন।

জগন্নাথপুরের ইউএনও মাসুম বিল্লাহ জানান, জনতার হাতে আটককৃত চালগুলো মনে হচ্ছে সরকারি না।এর পরও তদন্ত চলছে। যদি সরকারী চাল প্রমাণিত হয় তাহলে আমরা মামলা করব।

Exit mobile version