1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনৃষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নাধীন প্রকল্প কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারীজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে “জলবায়ু সহনশীল মাছ চাষে, জীবন জীবিকায় সমৃদ্ধি আসে’’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে মৎস্যচাষী ও মৎস্যজীবি সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও এফএও ফিল্ড কো-অর্ডিনেটর ড: শফি উল্লাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড: আল মিনান নূর।
স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, এফএও ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট স্পেশালিস্ট জিয়াউল হক ও প্রজেক্ট সাপোর্ট এসিসটেন্ট ফারজানা আক্তার জগন্নাথপুর প্রেসক্লাবে সভাপতি তাজউদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন মৎস্যজীবি, মৎস্যচাষী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় জলবায়ু পরিবর্তন ও সহনশীলতা সম্পর্কিত বিভিন্ন সচেতনামূলক নাটিকা, গান, ছবি অঙ্কন ইত্যাদি প্রদর্শন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com