Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জলাতঙ্ক নির্মূলে কুকুরের টিকাদান প্রসঙ্গে অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর জাতীয় জলাতঙ্ক নির্মূলে কুকুরের ঠিকাদান সর্ম্পকে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিপ্তরের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামছুউদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, প্রবীন রাজীনীতিবিদ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সুফি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, শাহিদুল ইসলাম রানা, মুখলিছ মিয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, এমডিভি কর্মসুচীর সুপারভাইজার আমজান হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শন বিজন কুমার চক্রবর্তী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ থেকে পরিত্রান পেথে হলে সমাজের সর্বস্তরে সচেতনা বৃদ্ধির প্রয়োজন। তাই  এ কর্মসুচীকে সফল করার লক্ষ্যে সবার প্রতি আহবান জানানো হয়।

Exit mobile version