Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্টিত

১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে । গতকাল সোমবার বিকেল ২টায় দলীয় কার্যালয় প্রাঙ্গঁনে বন্যাঢ্য র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয় । জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম মাষ্টার, সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সহ-সভাপতি মোঃ দিলু মিয়া, পৌর জাতীয় পার্টির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল ছত্তার, জাতীয় পার্টির প্রবীণ রাজনীতিবিদ আতাউর রহমান আলতাব, উপজেলা যুব সংহতির আহবায়ক শাহ এমরাজ মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ রফিক উদ্দিন, উপজেলা উলামা পার্টি নেতা শাহ মোঃ শানুর আলী, উপজেলা জাতীয় পার্টি নেতা আরব আলী, কলকলিয়া ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোঃ সরফরাজ মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টি নেতা মোঃ ছবির মিয়া । অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক আব্দুল মান্নান মেম্বার, উপজেলা জাতীয় পার্টি নেতা তেরাব আলী মেম্বার, উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, জাতীয় পার্টি নেতা ফিরোজ রানা, আব্দুশ শহীদ, আরমান আলী, সুজাত খান, আব্দুল জব্বার প্রমূখ । হাফিজ শাহ রাকিবুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মোঃ এরশাদ মিয়া । জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুরুতে দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় । আলোচনাসভায় বক্তারা বলেন জাতীয় পার্টির জন্ম না হলে হয়তো গ্রাম-গঞ্জের এতো উন্নয়ন সাধিত হতো না । পল্লীবন্ধু এরশাদের ৯ বছরের শাষনামলে মানুষ শান্তিতে ছিল । এখন মানুষের মনে শুধুই অস্থিরতা ও অশান্তি বিরাজ করছে । জাতীয় পার্টি সাধারণ মানুষের ভার্গোন্নয়নে কাজ করেছে বলেই মানুষ এখন জাতীয় পার্টির উপর আস্থা রাখতে শুরু করেছে । এজন্য রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এর বিস্পোরণ ঘটেছে । বক্তারা আরো বলেন জাতীয় পার্টি ছাড়া দেশে কোন নির্বাচন হবে না । সুশাষন প্রতিষ্টাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের জন্য দেশের মানুষ পূনরায় পল্লীবন্ধু এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চায় । তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এখন থেকে জাপাকে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে ।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version