Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলা জামায়াতের অস্থায়ী অফিসে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আ হ ম ওয়ালীউল্লাহ সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন রাজুর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল মাও আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসেন ও পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হুসেন গুলজার।

পরে উপজেলা জামায়াতের সেক্রেটারি উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের কমিটি ঘোষণা করেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি রিয়াজ উদ্দিন রাজু, সহ সভাপতি মুক্তাদির হুসেন টিটু, সেক্রেটারি আ কাদির লাক্সন, সহ সেক্রেটারি ছাদিকুর রহমান, বায়তুল মাল সম্পাদক শাহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক সৈয়দ ইসতেখার হুসেন, সংস্কৃতি সম্পাদক হোসাইন খান।

পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে যুব সমাজকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।

Exit mobile version