1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে জেলা যুবদলের সভাপতি- মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
১৬ বছর পর জামায়াতের সমাবেশ,আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত নলুয়ারপার জগন্নাথপুরে আওয়ামী লীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবদল জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মতো নামঞ্জুর দানের চেয়ে ঋণ পরিশোধ বেশি গুরুত্বপূর্ণ ড. ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ/ নির্বাচন সংস্কারের রোডম্যাপ দাবি ফেয়ার ফেইস জগন্নাথপুরের নতুন কমিটি গঠন সভাপতি মিনহাজ, সাধারণ সম্পাদক জুয়েল কারাগারে হঠাৎ অসুস্থ সাবেক মন্ত্রী এম এ মান্নান, নেওয়া হলো হাসপাতালে ইয়েমেনে ১৫টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

জগন্নাথপুরে জেলা যুবদলের সভাপতি- মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে

  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে “বৈষম্য, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়া” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয। সভায় দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েস৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ৷ অন্যদের মধ্যে

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোঃ ইউসুফ, সৈয়দ ইসহাক আহমেদ,  জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমদ, রাসেল বক্স, রুহুল আমিন খান,  জাকির হোসেন, আব্দুল মুহিত, মোহাম্মদ আলী, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বিলাল মিয়া, আব্দুল বশির রুহেল, হেলাল মিয়া, তারেক মিয়া, আকমল হোসেন, আবুল হোসেন রাব্বি৷। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে স্বৈরাচারি শেখ হাসিনা দেশজুড়ে গুম, হত্যা, লুট ও দুনীর্তির মহাৎসব চালিয়েছিল।ফ্যাসিষ্ট হাসিনা

বিরোধী দলের নেতাকর্মীসহ দেশের নিরপরাধ  ব্যক্তিদের ব্যাপক ধর পাকড় করে কারাগারে  বছরের পর বছর আটকে রেখে নির্মম নির্যাতন চালায়। অত্যাচারী নিষ্ঠুর এই জালিমের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় ছাত্র-জনতার গণ অভ্যুত্থান ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে তিনি রক্ষা পাবে না। তাকে আইনের আওতায় এনে এই গণহত্যার বিচার করা হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে আবুল মনসুর মোহাম্মদ শওকত বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ হয়ে

একসাথে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমের গতিশীল  বাড়ানোর পাশাপাশি মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।

সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  মামুনুর রশীদ কয়েস বলেন,  যুবদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নাশকতার অভিযোগ পাওয়া গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনাক্রমে তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে৷

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com