1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

জগন্নাথপুরে টাকা না পেয়ে ব্যাংকে তালা দিলেন এক গ্রাহক

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার::
প্রবাস থেকে পাঠানো টাকা তুলতে না পেরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের এক্সিম ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন এক গ্রাহক।

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে , উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি নন্দিরগাঁও গ্রামে আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে লেনদেন করেন। উক্ত অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। উক্ত টাকা তুলে আব্দুস ছালিক তার ছেলেকে বিদেশ পাঠানোর কথা। বুধবার ব্যাংকে গিয়ে সারাদিন কাকুতি মিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে তিনি বিকেলে ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্হানীয় কয়েকজনের মধ্যস্ততায় সন্ধ্যায় ছয়টার দিকে তিনি তালা খুলে দেন।

আব্দুস ছালিক জানান,আমার ছেলেকে গ্রীস পাঠানোর জন্য সকল প্রস্তুতি শেষ। ২৮ অক্টোবর তাঁর ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাস যাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেয়া টাকাও ফেরত পাব না। এ অবস্থায় টাকা না পেলে আমার আত্মহত্যা করা ছাড়া বিকল্প নেই। এদিকে ব্যাংকে তালা লাগানোর খবর পেয়ে ভুক্তভোগী আরো কয়েকজন গ্রাহক ব্যাংকে গিয়ে হাজির হন। দাসনোওয়াগাঁও গ্রামের ঝুমা রানী দাস ডিপিএসএর টাকা তুলতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন।

এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক রেজাউর রফিক জানান,বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫ টি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি। তিনি বলেন এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com