Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে টানা ১৩ ঘন্টা পর দেখা মিলল বিদ্যুতের, জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে টানা ১৩ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর অবশেষ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ১.৫০ মিটিনের দিকে ঝড়বৃষ্টি শুরু হলে সঙ্গে সঙ্গে জগন্নাথপুরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টানা ১৩ ঘন্টাপর আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন উপজেলাবাসী। অসহনীয় দূর্ভোগের পর বিদ্যুতের দেখা পেয়ে স্বস্তি ফিরেছে লোকজনের মধ্যে।
জগন্নাধপুরের বিদ্যুৎ অফিসের প্রধান কর্মকর্তা প্রকৌশলী আবদুল কালাম আজাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে জগন্নাথপুর-সিলেটের ৩৩ হাজার বিদ্যুতের কেভি লাইনে মিয়ারবাজার-কালিগঞ্জ নামকস্থানে ক্রুটি দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।দীর্ঘ সময় কাজ করার পর সমস্যা নিরসন করে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

Exit mobile version