Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্থানে পিকেটিং

স্টাফ রিপোর্টার ::
সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনসসহ আট দফা দাবীতে পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ‘৪৮ ঘন্টা কর্মবিরতি’ সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ সোমবার দ্বিতীয় দিনেও চরম দূর্ভোগে শিকার হচ্ছে জনসাধারণ।

সকাল থেকে পৌরশহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে শ্রমিকরা পিকেটিং করছে। তাদের বাঁধার মুখে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। ফলে শ্রমিকদের কাজে জিম্মি হয়ে পড়েন উপজেলাবাসী।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্ট, হবিবপুর-কেশবপুর মাদ্রাসা পয়েন্টে গাড়ীর টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শ্রমিকরা। এসময় শ্রমিকদের বাঁধার মুখে চলাফেরা করতে পারেনি কোন ধরনের যানবাহন। এছাড়া স্থানীয় পৌর পয়েন্টে সকালে রিকশা চলাচল আটকিয়ে দেয় শ্রমিকরা। তবে দুপুর ১২টার পর থেকে কিছু কিছু রিকশা চলাচল করতে দেখা গেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খা বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version