Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ডাকাতিকালে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা-মালামাল লুটের অভিযোগ

গোবিন্দ দেব ও আজহারুল হক ভূঁইয়া :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এক লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা গৃহকর্তার স্ত্রীকে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে এলাকায় তোলপাড় চলছে। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আলী হোসেন এর বাড়িতে গত মঙ্গলবার রাত দুইটার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী সংঘর্ষবদ্ধ ডাকাতদল অস্ত্রস্বস্ত্রে সজ্জিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবাসীর ভাই গৃহকর্তা ইমাম হোসেনসহ পরিবারের লোকজনকে মারধর শুরু করে। এক পর্যায়ে গৃহকর্তা ইমাম হোসেনের স্ত্রীকে কয়েকজন ডাকাত ধর্ষন করে বলে অভিযোগ উঠে।
গৃহকর্তা ইমাম হোসেনের মা আমেনা বেগমজানান, অস্ত্রধারী ডাকাতরা ঘরে ঢুকে ইমাম হোসেনকে মারধর করে ৬ ভরি স্বর্ণালংকার নগদ ২ লাখ টাকা সহ প্রায় ৫ লাখ
টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এবং আমার ছেলের বউকে ধর্ষনের চেষ্ঠাচালায়। আমাদের চিৎিকার শুনে লোকজন ছুঁটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত ইমাম হোসেন (৩৮) ও তার স্ত্রী সানজিদা বেগম (২৫) কে সিলেটএম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘোষগাঁও কোনাপাড়া গ্রামের লন্ডনপ্রবাসী আব্দুস সোবহানের পুত্র লন্ডনী আব্দুর রব গত কয়েক বছর আগে দেশে এসে দিরাই উপজেলার গলিয়াশাল গ্রামের সানজিদা বেগমকে বিয়ে করেন। তিনি লন্ডন চলে যাওয়ার সময় স্ত্রী সানজিদাকে দেখাশুনা করার দায়িত্ব দিয়ে যান চাচাত্বো ভাই ইমাম হোসেনের ওপর। তারা জগন্নাথপুর পৌরএলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। এক পর্যায়ে ইমাম হোসেনের সাথে সানজিদার প্রেমের সর্ম্পক গড়ে উঠলে সানজিদা আব্দুররবকে তালাক দিয়েইমাম হোসেন কে প্রায় ছয়মাস আগে বিয়ে করে বাড়িতে নিয়ে যান।
জগন্নাথপুর থানার এস.আই হাবিবুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি পূর্ববিরোধ না কী ডাকাতি তা তদন্ত করা হচ্ছে।
জগন্নাথপুর থানার সহকারী পুলিশ সুপার সার্কেল মাহবুব হোসেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান,গৃহকর্তার পরিবারের অভিযোগটি আমাদের কাছে পুরোপুরি বিশ^াস হচ্ছে না। আমরা তদন্ত করছি। গৃহকর্তার স্ত্রী কে ডাকারি পরীক্ষার জন্য সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি সেন্টারে পাঠানোহয়েছে। প্রতিবেদন না পাওয়ার আগে কিছু বলা যাচেছ না। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
এঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।

Exit mobile version