Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ব্যবসায়ীর বাসায় ডাকাতিসহ সাম্প্রতিককালে পৌর এলাকার মুচিবাড়ির সামনের সড়কে দুটি ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তাদেরকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সোমবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক,আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান,মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ। সভায় জগন্নাথপুর পৌর এলাকার হাবিবনগরে ব্যবসায়ী ফয়েজ উল্যার বাসায় দুর্ধর্ষ ডাকাতি ও পৌর এলাকার মুচিবাড়ির সামনের সড়কে সন্ধ্যারাতে পর পর তিনটি ছিনতাইয়ের ঘটনাসহ জলদস্যুদের উৎপাত বেড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে পুলিশকে অপরাধ দমনে আরো তৎপরতা বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। সভায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গরুচুরি রোধকল্পে পুলিশি টহল ও পৌর এলাকার যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনার পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়।

Exit mobile version