Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গুরোগের প্রতিরোধমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সচেতনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু  সুধন ধরের সভাপতিত্বে ও ডা: শারমিন আরা আশার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেজুর রহমান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, ডা: সায়েখুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, সাংবাদিক আব্দুল হাই, সমাজকর্মী বজলুর রশিদ চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেকস্বাস্থ্য মাঠকর্মীকে মানুষের দ্বারে দ্বারে পৌছে ডেঙ্গু বিষয়ে সচেতন করতে হবে। স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি জনসাধারণ সচেতন হলেও ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন বক্তারা।

Exit mobile version