স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে “অপারেশ ডেভিল হান্ট’ এর আওতায় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এরআগে শুক্রবার রাতে জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৌরএলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা বলেন, জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই লম্বাহাটির দিলদার হোসেন (৩২) ও একই এলাকার শেখ ইলিয়াছ আলী (৪৮)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।