Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তথ্য কেন্দ্রের উদ‌্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক

জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারী মুক্তা রানী দাসের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই, তথ্য সেবা সহকারী বাশিরা আক্তার, ইউপি সদস্যা আম্বিয়া বেগম প্রমূখ।

উঠান বৈঠকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Exit mobile version