Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার :: ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ, এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন (গনভবন) থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জগন্নাথপুর উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উন্নয়ন মেলার উদ্বোধন করেন তিনি।
এ সময় জগন্নাথপুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা যুবলীগ সভাপতি সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর পূর্বে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়ে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়ন মেলায় ৪২টি স্টল বসেছে। এবারের মেলা ১১ জানুয়ারী থেকে ১৩ই জানুয়ারী পর্যন্ত চলবে।

Exit mobile version