সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভোক্তা অধিকার আইনে তিন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার(এসিল্যান্ড) ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত অভিযান চালিয়ে জগন্নাথপুর বাজারের রানীগঞ্জ সড়কের ব্যবসায়ী সাগর রায়কে ৫ হাজার টাকা, পিংকু রায়কে ১০ হাজার টাকা ও পিন্টু দাসকে ১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ভূক্তা অধিকার আইনে তিনটি দোকান কে জরিমানা করা হয়েছে।
জগন্নাথপুরে তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়
