Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে তেঘরিয়া আর্দশ পাঠাগারের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

অাজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া আর্দশ পাঠাগারের উদ্যোগে রোববার বিকেলে কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। তেঘরিয়া আর্দশ পাঠাগারের সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও পাঠাগারের সাধারণ সম্পাদক কুহিনুর আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কের সাবেক সভাপতি শাহাজাহান মিয়া,যুক্তরাজ্য প্রবাসী মোঃ জামাল সারোয়ার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ণ বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোচ্ছাবির,জগন্নাথপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,তেঘরিয়া আর্দশ পাঠাগারের সাবেক সভাপতি রাহিন মিয়া, সুয়েব আহমদ,শাহাজাহান মিয়া, বেলাল আহমদ,সিপন মিয়া মাছুম আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,তেঘরিয়া আর্দশ পাঠাগারের সভাপতি জিয়াউল হক জিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিশু মিয়া,পাঠাগারের সদস্য কামাল মিয়া, তামিম আহমদ,সিহাব আহমদ, তুষার আমীন,জঙ্গী নূর,মোহাবিয়া, সমাজসেবী তাজুল মিয়া জিন্মাদার প্রমুখ। সভায় ২০জন কৃতি শিক্ষার্থীদেরকে পাঠাগারের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি হিসেবে নগদ টাকা ক্রেষ্ট ও গুনীজন হিসেবে দুইজনকে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রবীণ আইনজীবি শিক্ষাবীদ এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। এই মেরুদন্ডকে সবাইমিলে শক্তিশালী করতে হবে। তিনি আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষাথী ও অভিভাবকদেরকে একযোগে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এসব শিক্ষাথীদের মধ্যে থেকে অনেক গুনীজন তৈরী হবে। তাই গুনী মানুষের কদর করতে হবে। তিনি তেঘরিয়া পাঠাগারের গুনীজন ও শিক্ষাথী সংবর্ধনার আয়োজনের প্রশংসা করেন।

Exit mobile version