Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে থানায় এসে স্কুলছাত্রীর আত্মসমর্পন

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রেমিকের হাত ধরে পালিয়ে  যাওয়া স্কুলছাত্রী অবশেষে ১৮ দিন পর  থানায় এসে আত্মসমর্পন করেছে।
আজ বুধবার মোয়টি জগন্নাথপুর থানায় এসে পুলিশের নিকট আত্মসমর্পন করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির আহমদ বলেন, সকালের দিকে ভিকটিম নিজে থানায় এসে আত্মসমর্থন করে। পরে তাকে মেডিকেল পরিক্ষার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, গত ২৩ জুন মেয়েটির বাবা জগন্নাথপুর থানায়  জমির আলীকে আসামীকে করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আমরা ছেলেকে সহযোগিতা করার অভিযোগে তার মাকে গ্রেপ্তার করা হয়। তবে অপহরণকারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি। আমরা একজন ম্যাজিষ্টেট্র এর উপস্থিতিতে মেয়েরটির জবানবন্দি নেয়ার পর বুঝা যাবে এটি অপহরণ নাকি প্রেম।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাইলগাঁও দক্ষিণপাড়া গ্রামের মনু বিশ্বাসের স্কুল পড়ুয়া মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রীর  (১৪) সঙ্গে একই এলাকার পূর্বপাড়া গ্রামের দরিদ্র সামরস মিয়ার ছেলে জমির আলীর (২২) র্দীঘদিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। ছেলে মুসলিম আর মেয়ে হিন্দু হওয়ায় পরিবার কিংবা সমাজ এ সর্ম্পক মেনে নিবে না এমন আশঙ্কায় গত ২২ জুন রাতে সুখের ঘর বাঁধতে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এঘটনায় মেয়ের বাবা মনু বিশ্বাস বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে ছেলেকে সহযোগিতার করার অভিযোগে গত ২৩ জুন রাতে ছেলের মা দিলারা বেগমকে পুলিশ আটক করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। ঘটনার ১৮দিন পর গতকাল পুলিশের নিকট আত্মসমর্পন করে স্কুলছাত্রী।
Exit mobile version