Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ

স্টাফ রিপোর্টার:: প্রত্যেক বিত্তশালী ব্যক্তিদের গরিব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা উচিৎ। অনেক বিত্তশালী আছেন ব্যাংকে টাকার পাহাড় গড়েছেন অথচ এলাকার গরিব অসহায় দুঃস্থ লোকদের দিকে কোন খেয়াল নেই। এই টাকার কোন মূল্য নেই। আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব টাকা সম্পদ সঙ্গে যাবে না তাই মানুষের মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বাসস্থানসহ সকল সমস্য সমাধানে বিত্তশালী ভাইদের এগিয়ে আসা উচিৎ। মহান আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের উচিৎ গরিব অসহায় লোকদের পাশে দাঁড়ানো। আর্ত মানবতার সেবায় সকলের কাজ করে যাওয়া উচিৎ। শিক্ষা চিকিৎসা ও আর্ত মানবতার সেবায় নিয়োজিত মাদিনাতুল খাইরী আল ইসলামী কর্তৃক এলাকার দুঃস্থ গরিব মানুষের মধ্যে টিউবওয়েল বিতরনী অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়েজ আহমদ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে টিউবওয়েল বিতরণ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফিজ জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গ্লোবাল ওয়ান এর এশিয়ার প্রোগাম ম্যানেজার আদরিয়ান বুচার,বৃটিশ ম্যাজিষ্ট্রেট সুয়েব আহমদ তালুকদার, দৈনিক সমকাল পত্রিকার ফিচার এডিটর তারেক মাহমুদ সজিব,সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার আহমেদ সেলিম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু,মাওলানা মুনফেস আলী, মাওলানা সায়েদ আহমদ মাওলানা তহুর আহমদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা ওমর ফারুক, মাওলানা সাব্বির আহমদ প্রমুখ।

এসময় দরিদ্র অসহায় পরিবারের গুলোর মধ্যে ৩৫টি টিউবওয়েল বিতরণ করা হয়। এছাড়াও হাওর এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের লক্ষ্যে ওয়াটার অ্যাম্বুলেন্স প্রদানের ঘোষনা দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ

Exit mobile version