স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মাদ্রাসার
ভাইস প্রিন্সিপালের শ্বশুর বাড়ির লোকজনের হামলায়
মাদরাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ (৪৭ )গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসায়। আহত প্রিন্সিপাল উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কাজী বাড়ির হাজি সিকন্দর আলীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখা কেন্দ্র চিলাউড়া মাদরাসার হাদিয়ার টাকার হিসাবকে কেন্দ্র করে বিকেল ৪ টায় মাদরাসায় অধ্যক্ষ কাজী তাজুল ইসলাম আলফাজ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই এর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর জিয়ারত করা অবস্থায় ভাইস প্রিন্সিপালের শ্বশুর বাড়ির লোকজন চিলাউড়া গোলাপাড়া পুঞ্জি গ্রামের ছাতির উল্ল্যার ছেলে শাহিদুর রহমান খলিলের নেতৃত্বে একদল দেশীয় অস্ত্র সস্রে সজ্জিত হয়ে অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এঘটনায় পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এদিকে মাদ্রাসা অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দয়ামীর ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ।