Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই’পক্ষের সংঘর্ষে একই পরিবারের ৫জনসহ আহত-১৫

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৬জনসহ ১৫ আহত হয়েছেন। এর মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা বর্তমান মেম্বার সাজ্জাদ হোসেন ও সাইদুর রহমান রূপা মিয়ার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের একটি রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। যার জের ধরে ঘটনার দিন সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হন। এর মধ্যে রাহাত উল্লার স্ত্রী রংমালা বিবি (৫৫), ছেলে আবু মিয়া (৪০) ও ছানু মিয়া (৪০)কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রাহাত উল্লাহ ছেলে মনু মিয়া (৩০), আনু মিয়া (২৬), রাশিদ উল্লার ছেলে সোনা মিয়া (৫১), আরব উল্লার ছেলে আকবর আলী (৫০), ওয়াহিদ উল্লার ছেলে তাজউদ্দিন, আব্দুল খালিকের ছেলে সুজন মিয়া (৩০), আব্দুস সোবহানের ছেলে মনু মিয়া (২৭) ও মৃত হরাজ উল্লাহ ছেলে আরাফত উল্লাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
অপরাপর আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই কবির আহমদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ওয়ার্ডের মেম্বার ও সাইদুর রহমান রূপার পক্ষের লোকজনের মধ্যে গ্রামের একটি সড়ক দিয়ে পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী ুজগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি।

Exit mobile version