Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪০জনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল চলছে। শুক্রবার ছুটির দিনেও অনেক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে আগের মতো কোন উৎসাহ উদ্দিপনা নেই। প্রার্থীরা তাদের পছন্দের কয়েকজন ও প্রস্তাব ও সমর্থককারীদের নিয়ে অনেকটা নীরবেই মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব আব্দুল হাশিম, ইউপি সদস্য ৯ নং ওয়ার্ডে নুর মিয়া ও আক্তার হোসেন, ৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ৭নং ওয়ার্ডে অর্জুন দাশ, ১,২,৩নং সংরক্ষিত সদস্য জুবলী বেগম,৭,৮,৯নং ওয়ার্ডে হনুফা বেগম,হনুফা বেগম(২)পাটলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র আশিক আলী শিকদার ২ নং ওয়ার্ডে ছায়েদুর রহমান, ৫নং ওয়ার্ডে ওয়াহিদুর রহমান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য আরব উল্যাহ,আবুল হোসেন, ছবির খান,৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন,৪,৫,৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিল সালমা বেগম ও পারভীন বেগম। রানীগঞ্জ ইউনিয়নের সাধারণ সমদস্য ২নং ওয়ার্ডে মনিরুল ইসলাম,৩নং ওয়ার্ডে গুলজার মিয়া, আব্দুল মতিন, ৫নং ওয়ার্ডে সুজাত আলী,৬নং ওয়ার্ডে আবুল কাশেম, আবুল কালাম,এনাম উদ্দিন ৪,৫৬নং ওয়ার্ডে এলাছি বিবি,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে সৈয়দ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ডে সৈয়দ তহুর আহমদ, ৮নং ওয়ার্ডে হাফিজুর রহমান, আশারকান্দি ইউনিয়নে-২নং ওয়ার্ড সদস্য মনজুর আহমদ, পাইলগাঁও ইউনিয়নে ১নং ওয়ার্ডে রফিক আহমদ, ২নং ওয়ার্ডে আলাউর রহমান, ৩নং ওয়ার্ডে ফরুক মিয়া,তাহিদ আলী, ৪নং ওয়ার্ডে আলী হোসেন, নুরুল ইসলাম চৌধুরী,৫নং ওয়ার্ডে ফজলু মিয়া ও কানন মিয়া,৮নং ওয়ার্ডে আলেক উদ্দিন,৯নং ওয়ার্ডে সৈয়দ মোহাম্মদ মশাহিদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ১,২৩নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য আম্বিয়া বেগম, ৪,৫,৬ শরিফুল বেগম, কল্পনা রানী দাশ।

Exit mobile version