Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দুই নেতার বাকবিতন্ডায় ভেস্তে গেল সভা

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে দুই নেতার বাকবিতন্ডায় ভেস্তে গেল সভা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর ব্যানারে জগন্নাথপুরে নদী খননের দাবীতে জগন্নাথপুর পৌর পয়েন্টে পথসভার আয়োজন করে। বিকেল তিনটার দিকে সভাস্থলে মাইক এনে আয়োজনের প্রস্তুুতিকালে পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সভায় করার জন্য জগন্নাথপুর পৌর প্যানেল শফিকুল হক আয়োজকদের প্রধান বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর সিলেট সাবেক চেয়ারম্যান ও জগন্নাথপুর উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরুকে বলেন। এ নিয়ে দু’ জনের মধ্যে তীব্র বাকবিতন্ডা শুরু হওয়ায় এতে করে ভেস্তে যায় পথসভা।
সভায় প্রধান আয়োজক বাংলাদেশ ইয়ুথ ফ্রন্ট এর সিলেট সাবেক চেয়ারম্যান, উপজেলা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম খছরু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুরের সফলরক্ষা করতে হলে দিরাই উপজেলার খাজুয়া (দল) নদী খনন করা খুবই প্রয়োজন এ নদী খনন করা না হলে হাওরের ফসলরক্ষা কিংবা বন্যা রোধ করা যাবেনা। এ দাবীতে পথসভার আয়োজন করা হয়। কিন্তু পৌর প্যানেল মেয়র শফিকুল হক অন্যায়ভাবে বাঁধা প্রদান করায় সভায় করতে পারিনি।
তিনি বলেন, স্থানীয় পৌর মেয়র আবদুল মনাফের মৌখিক অনুমতি নিয়েই পথসভার আয়োজন করেছিলাম।
জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা শফিকুল হক জানান, আমি শুধু উনাকে বলেছি, পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সভার করার জন্য বলেছি। এতে তিনি ক্ষ্যাপে যান।

Exit mobile version