Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে দূর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছে প্রশাসন

জগন্নাথপুর উপজেলায় বন্যা দূর্গত লোকজনের মধ্যে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সোমবার দিনভর উপজেলার বন্যাক্রান্ত রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর, পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও, স্বাধীনবাজার, পুরান আলাগদি, সোনাতলাসহ বিভিন্ন গ্রামে বন্যা দূর্গত এলাকার বাড়ি বাড়ি গিয়ে দূর্গত শতাধিক পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ত্রাণ হিসেবে প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্য  তেল, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম নুডুলস্ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের চলতি দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া, সাংবাদিক আলী আহমদ, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, ইউপি সদস্য মধু মিয়া প্রমুখ।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইয়াসির আরাফাত জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার  চারটি ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকার লোকজন  পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা সরেজমিন গিয়ে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করছি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী মজুত রয়েছে।
Exit mobile version