স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় মল্লিক আফজল মিয়া (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন।
গত সোমবার রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পোষ্ট অফিস মার্কেটে এ ঘটনা ঘটে।
আফজল ওই এলাকার এনায়েত নগর (মল্লিকপাড়া) গ্রামের মল্লিক আকমল মিয়ার ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তানজিম হোসেন রনি জানান, সোমবার রাত ৯টার দিকে আফজলকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। তাঁর দেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, আমরা কর্মবিরতিতে রয়েছি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মরচুয়ারিতে রাখা আছে।