স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার নদ নদীর পানি বেড়েছে। তবে আজ শনিবার (৩১ মে) পর্যন্ত পানি বিপৎসীমার এক পয়েন্ট নিচে রয়েছে বলে স্থানীয় পাউবোর কার্যালয় সুত্র জানিয়েছে।
জগন্নাথপুর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের সহকারি প্রকৌশলী (এসও) সবুজ কুমার শীল বলেন, জগন্নাথপুরের নলজুর নদীতে আজ ৫.৯৮ মিলিটার লেভেল পানি ছিল। যা বিপৎসীমার চেয়ে
প্রায় ১ পয়েন্ট কম ছিল। নজলুর নদীর পানি বিপৎসীমা ধরা হয়েছে ৭.৫ মিলিমিটার।
নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা ও নলজুর নদীসহ জগন্নাথপুরের বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও আমাদের হাওরাঞ্চলে কিছু পানি বেড়েছে। তবে তা আশঙ্কাজনক নয়। গত তিনদিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে নিন্মআয়ের মানুষ ঘরবন্দি হয়ে পড়েন বলে তিনি জানান।
এদিকে অব্যাহত ভারি বর্ষণে জগন্নাথপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে জলাবন্ধতা সৃষ্টি হয়। এতে জনদুর্ভোগ পোহাতে হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে জগন্নাথপুরে নদ নদীগুলোতে পানি বাড়লেও বিপৎসীমা অতিক্রম করেনি। আমরা জগন্নাথপুরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।